কোচবিহার সংসদীয় আসনে বিজেপি প্রার্থী নীশিথ প্রামানিক এর সমর্থনে শনিবার কোচবিহার জেলার নাটাবাড়িতে আয়োজিত হয় বিজয় সংকল্প সভা। এদিনের সভায় প্রধান বক্তা ছিলেন রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নীল ষষ্ঠী, বাংলা নববর্ষ, ঈদ ও অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শুরু করেন। বিরোধী দলনেতা তার বক্তব্যে তৃণমূল কে তোলামূল বলে কটাক্ষ করে বলেন তোলামূলের কেষ্ট মন্ডল, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকরা দূর্নীতির দায়ে জেলে। সন্দেশ খালির শাহজাহান ও জেলে। এরা কেন জেলে আছে তা সকলেই জানেন। এরপর তিনি দিনহাটার তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের প্রতি হুশিয়ারি দিয়ে বলেন কোচবিহার জেলায় তার নেতৃত্বে বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয়েছে। জেলার সাড়ে চার হাজার কর্মী তৃণমূলের অত্যাচারে পার্শ্ববর্তী রাজ্য অসমে আশ্রয় নিয়েছিলো। এসবের জবাব ঊনিশে এপ্রিল ইভিএমের বোতাম টিপে দিতে হবে। নির্বাচন পর্ব মিটে গেলে উদয়ন গুহ কে ও জেলে পাঠানো হবে। তিনি আরও বলেন কেন্দ্রে তৃতীয় বার নরেন্দ্র মোদীর সরকার গঠন করে দেশকে শক্তিশালী করতে হবে। না হলে ভারতের অবস্থা খারাপ হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী, দলের জেলা সভাপতি সুকুমার রায়, বিধায়ক মালতী রাভা, নিখিল রঞ্জন দে সহ অন্যান্য নেতৃত্ব।
Suvendu Adhikari: জেলা বিজেপি আয়োজিত নাটাবাড়ির বিজয় সংকল্প সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper