শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

train accident: রাঙ্গাপানি ট্রেন দুর্ঘটনার কারণ খুঁজতে পরিদর্শনে রেলের সেফটি কমিশনার

রিপোর্ট : ঋত্বিক ভট্টাচার্য্য , এই যুগ, শিলিগুড়ি

train accident: রাঙ্গাপানি ট্রেন দুর্ঘটনার কারণ খুঁজতে পরিদর্শনে রেলের সেফটি কমিশনারআগরতলা থেকে (train accident) শিয়ালদা যাওয়ার পথে সোমবার দুর্ঘটনার কবলে পড়ে ডাউন-13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ (train accident)দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। আহতের সংখ্যা বহু। যদিও ট্রেন দুর্ঘটনার পিছনে কারণ কী, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সিগনালিংয়ের ত্রুটি নাকি অন্যকিছু, উত্তর খুঁজছে রেল। এবার এই দুর্ঘটনার তদন্ত করতে এলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে গর্গ জানান, তদন্তের পরই কিছু বলা সম্ভব হবে। এদিন বিকেলে গর্গ এনজেপিতে একটি উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে। একইসঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি ক’টায় স্টেশন থেকে ছেড়েছিল, মালগাড়িটি-ই বা ক’টায় ছেড়েছিল, দু’টো ট্রেনের গতিবেগ কত ছিল, এই সব প্রশ্নেরও উত্তর খুঁজবেন তদন্তকারী অফিসার। পয়েন্ট ম্যান, স্টেশন মাস্টার, গেটম্যানদের পর্যবেক্ষণ কী ছিল, সেটাও জানার চেষ্টা করা হবে । পাশাপাশি জলপাইগুড়ি ও রাঙ্গাপানি স্টেশন মাস্টারের ভূমিকা কী ছিল, এই সবকিছু খতিয়ে দেখার পরই তদন্ত রিপোর্ট জমা পড়বে বলে জানা গিয়েছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।