শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Rath yatra: ঐতিহ্য পরম্পরা মেনে শিলিগুড়িতে ঐতিহ্যবাহী ইসকনের রথযাত্রা উৎসব পালিত হল

রিপোর্ট : ঋত্বিক ভট্টাচার্য্য, এই যুগ, শিলিগুড়ি

প্রতিবছরের ন্যায় এবারও (Rath yatra) ঐতিহ্য পরম্পরা মেনে শিলিগুড়িতে ঐতিহ্যবাহী ইসকনের রথযাত্রা উৎসব পালিত হল।রবিবার অর্থাৎ আজ শিলিগুড়ি ইসকনের রথের দড়ি টেনে রথযাত্রার সূচনা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।(Rath yatra) এদিন জগৎ বিখ্যাত পুরী ও মাহেশের রথের পাশাপাশি শিলিগুড়ির ইসকনের রথযাত্রার উৎসবে মেতে ওঠেন সকলে।এই রথযাত্রা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয় আজ।এদিন সোনার ঝাড়ু দিয়ে রথের সামনের রাস্তা পরিষ্কার করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।Rath yatra: ঐতিহ্য পরম্পরা মেনে শিলিগুড়িতে ঐতিহ্যবাহী ইসকনের রথযাত্রা উৎসব পালিত হলএই বিষয়ে শিলিগুড়ি ইসকনের সভাপতি অখিলাত্মাপ্রিয় দাস জানান, রথযাত্রা উপলক্ষে প্রত্যেক বছরের ন্যয় এবারও উপচে পড়া ভক্তের সমাগম হয়েছে শিলিগুড়ি ইসকনের রথে। ভিড় বাড়ছে।শান্তিপূর্ণ উপায়ে রথ পরিচালনা করতে ১২০ জন ভলিন্টিয়ার রাখা হয়েছে।

পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও পুলিশের নজরদারি থাকছে।পুজো উপলক্ষে মেলার আয়োজনও করা হয়েছে এবং ৩০০ উপর স্টল বসানো হয়েছে।অপরদিকে দার্জিলিং জেলার সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, শিলিগুড়ির ঐতিহ্যবাহী ইসকন মন্দিরের রথযাত্রা দেখতে আসা সকল ভক্তবৃন্দদের রথের শুভেচ্ছা। সাথে শিলিগুড়ির মেয়র গৌতমদেব জানান, শিলিগুড়ির ঐতিহ্যবাহী ইসকনের এই রথযাত্রার উৎসবে প্রচুর মানুষের সমাগম হয়েছে।শুধু শিলিগুড়ি নয় গোটা উত্তরবঙ্গে এই রথ সেরা রথযাত্রার মধ্যে গণ্য হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।