শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

howrah: হাওড়া হুগলিতে প্লাবনের আশঙ্কা, ১ লাখ কিউসেক জল ছাড়লো ডিভিসি

রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, হাওড়া

howrah: হাওড়া হুগলিতে প্লাবনের আশঙ্কা, ১ লাখ কিউসেক জল ছাড়লো ডিভিসিবৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে এবং (howrah) ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির জেরে জল বেড়েছে একাধিক নদীতে।(howrah) দামোদর নদেও বেড়েছে জল। জলের চাপ কমাতে ডিভিসির তরফ থেকে, ঝাড়খণ্ডের পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে ছাড়া হচ্ছে দফাই দফাই জল। এখনো পর্যন্ত পাঞ্চের জলধর থেকে ১ লক্ষ ১৪ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মাইথন জলাধার থেকে ৬ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। সেই জল দুর্গাপুর ব্যারাজে আসতেই সেচ দপ্তর দুর্গাপুর ব্যারাজ থেকেও ছাড়ছে দফায় দফায় জল। রবিবার সকাল থেকে প্রায় ৯৩ হাজার কিউসেক হারে ছাড়া হচ্ছে জল। এই জল ছাড়ার ফলে হাওড়া,হুগলি, পূর্ব বর্ধমান,বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কাঁকসার বেশ কিছু অংশ প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন, এক লাখ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি।রাজ্যকে না জানিয়েই জল ছাড়ছে ডিভিসি।ফলে দক্ষিণবঙ্গে জনজীবনে চরম প্রভাব পড়তে চলেছে। বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে পরিস্থিতির দিকে নজরদারি চালাচ্ছে রাজ্য সরকার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।