স্কুলডাঙ্গা বাকলা এলাকায় হাতির (Elephant) তাণ্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হলেন বেশ কয়েকজন কৃষক । এমনটাই দেখা গেল সোমবার দুপুরে ওই এলাকায় গিয়ে। রবিবার গভীর রাতে ছিপড়া জঙ্গল থেকে হাতি বেরিয়ে এসে তপন দেবনাথ এবং নির্মল দেবনাথ সহ কয়েক জনের ধানক্ষেত পিষে দেয়। এলাকার চাষী খোকন দেবনাথের কপির বীজতলা পা দিয়ে পিষে দেয়। কৃষকদের কাছ থেকে জানা গেল একাধিক হাতি ঢুকে ছিল তাদের ক্ষেতে। তাদের ধানক্ষেত খায় এবং পা দিয়ে পিষে দেয়। কৃষকদের কাছ থেকে জানা গেছে বিঘায় কম করে ১৮ থেকে ২০ মণ পর্যন্ত ধান হয় তাদের। এভাবে হাতি ধান ক্ষেত নষ্ট করে দিচ্ছে যার ফলে তারা অসহায় মনে করছেন নিজেদেরকে । ধানের শিষ এখনো বের হয়নি এরই মধ্যে হাতির তাণ্ডব কৃষকদের কপালে ভাঁজ ফেলেছে। সাউথ রায়ডাক রেঞ্জের রেঞ্জার দেবাশীষ মন্ডল জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি ভাবে ক্ষতি পূরণ দেওয়া হবে আবেদনের ভিত্তিতে।
Elephant: বাকলায় কপির বীজতলা নষ্ট করে দিল হাতির পাল
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper