শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Accident: মহালয়ার সকালে পথ দুর্ঘটনায় নিহত এক ছাত্র ,বিক্ষোভ স্থানীয়দের

রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী, এই যুগ, কলকাতা

Accident: মহালয়ার সকালে পথ দুর্ঘটনায় নিহত এক ছাত্র ,বিক্ষোভ স্থানীয়দেরমহালয়ার দিন সকালে (Accident )বাঁশদ্রোণীতে কোচিং সেন্টারে যাওয়ার পথে জেসিবির ধাক্কায় মৃত্যু হল এক পড়ুয়ার। দিনেশ নগরের ১১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ছাত্রের মৃত্যুর খবর পাওয়ার পরেই স্থানীয়রা বিক্ষোভ দেখায় এবং অবরোধ করেম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুর্ঘটনাস্থলে কয়েক দিন ধরে রাস্তা ছাড়াই এর কাজ চলছিল। এই অবস্থায় দ্রুত গতিতে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি ধাক্কা মারি ছাত্রকে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয় বাসিন্দারা ওই জেসিবি গাড়িটি ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। সৌম্য শীল নামে ওই ছাত্র মহালয়ার দিন সকালে টিউশন পড়তে যাচ্ছিল। দুর্ঘটনার সময় জেসিপি রাস্তা দিয়ে যাওয়ায় সে রাস্তার ধারে একটা গাছের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎই জেসিবি ধাক্কায় রক্তাক্ত হয়ে পরে ছাত্রটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ থাকায় সেটা সারানোর ব্যবস্থা করা হচ্ছিল না। ঘটনাস্থলে পুলিশ আসতে দেরি করেছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।