শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Durga puja: পুলিশের উদ্যোগে শিশু সহ প্রবীণদের করানো হলো মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শন

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ

Durga puja: পুলিশের উদ্যোগে শিশু সহ প্রবীণদের করানো হলো মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শনমহাসপ্তমীর দিন মুর্শিদাবাদ জেলা (Durga puja) পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব এর উদ্যোগে জিয়াগঞ্জ ও সালার থানার পুলিশ থানা এলাকার শিশু ও প্রবীণ নাগরিকদের নিয়ে পুজো পরিক্রমা করানো হয়। জানা গেছে শিশু ও প্রবীণ নাগরিকদের পুলিশের উদ্যোগে গাড়ি করে তাদের বাড়ি থেকে নিয়ে আসা হয় ও পুজো মন্ডপ এবং প্রতিমা দর্শন শেষে তাদের ভূঁড়িভোজন করিয়ে তাদের হাতে কিছু উপহার তুলে দিয়ে ফের গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগে খুশী শিশু ও প্রবীনরা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।