সপ্তমীর দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় স্ত্রী ও মেয়েকে হারালেন (Accident) এক চিকিৎসক। আহত হয়েছেন তিনি নিজেও। আহত চিকিৎসক কিশলয় বিকাশ নায়েক কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে শিশু চিকিৎসক হিসেবে কর্মরত। তাঁর মৃতা স্ত্রী রাজশ্রী নায়েক (৪৭) এবং কন্যা অদ্রিলা নায়েক (১৩) বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে স্ত্রী ও কন্যাকে নিয়ে ডা: কিশলয় বিকাশ নায়েক বর্ধমানে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। চিকিৎসক নিজেই গাড়ি চালাচ্ছিলেন। বর্ধমানে ঢোকার আগেই শক্তিগড়ের আমড়ায় ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর তাঁর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর স্ত্রী ও কন্যার মৃত্যু হয়। গুরুতর আহত চিকিৎসক সংজ্ঞাহীন অবস্থায় গাড়ির ভেতরেই পড়ে থাকেন।
খবর পেয়ে স্থানীয় শক্তিগড় থানার পুলিশ তিনজনকেই একটি সরকারি ট্রমা কেয়ার সেন্টার-এ নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ডা: কিশলয় বিকাশ নায়েকের স্ত্রী ও কন্যাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ওই চিকিৎসক এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন
Accident: সপ্তমীর দুপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে চিকিৎসকের গাড়ি ,মৃত স্ত্রী ও কন্যা
রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper