জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জ ব্লকে কালিপুজোর আয়োজক ক্লাবগুলিকে নিয়ে বুধবার বৈঠক করলেন রাজগঞ্জ ব্লক প্রশাসন। বিডিও অফিসের কন্যাশ্রী ভবনে আয়োজিত এই বৈঠকে অনলাইনে পুজোর অনুমতি গ্রহন সহ সরকারি নিয়মাবলি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শব্দবাজি ফাটানো ও ডিজের ব্যবহার বিষয়ে উদ্যোক্তা ক্লাবগুলির প্রতিনিধিদের সচেতন করা হয়। উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লকের জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মন্ডল, রাজগঞ্জ থানার আই সি অনুপম মজুমদার, ফুলবাড়ি দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক কে কুন্ডু সহ অন্যান্য আধিকারিকগন ও পুজো উদ্যোক্তা ক্লাব গুলির প্রতিনিধি গন। ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে আসন্ন কালিপুজো সহ আলোর উৎসব দীপাবলি কে নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যেই এই বৈঠক।
Jalpaiguri: আসন্ন কালিপুজো আয়োজক ক্লাবগুলিকে নিয়ে বৈঠক ব্লক প্রশাসনের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি