রাজ্য আবগারি দপ্তরের (Alipurduar) কুমারগ্রাম সার্কেলের কর্মীরা শনিবার অভিযান চালিয়ে নস্ট করলো পলি প্যাকে ভরা চোলাই মদ। জানা গেছে চোলাই মদ কারবারিরা পলি প্যাকেটে চোলাই মদ ভরে প্যাকেটের মুখটি রাবার ব্যান্ড দিয়ে পেচিয়ে বন্ধ করে দেয়। তারপর এগুলি তারা বাজারে বিক্রি করে। শনিবার এধরনের পলি প্যাকেটে ভর্তি চোলাই মদ বিক্রির আগেই অভিযান চালিয়ে নস্ট করে দেয় আবগারি কর্মীরা। এদিন শামুকতলা থানার নতুন বাজার, লোকনাথপুর, ছিপড়া ফরেস্ট বস্তি, রায়ডাক চা বাগান, কোহিনূর চা বাগান, ধওলাঝোরা চা বাগান, হিন্দু বস্তি প্রভৃতি এলাকায় দিনভর অভিযান চালানো হয়। পলি প্যাকেটে ভরা প্রায় আশি লিটার চোলাই মদ নস্ট করা হয়েছে বলে জানান আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেলের ভারপ্রাপ্ত আধিকারিক। তিনি জানান এধরনের অভিযান লাগাতার চলবে।
Alipurduar: পলিপ্যাকে ভরা চোলাই মদ বিক্রির আগেই নষ্ট করলো আবগারি কর্মীরা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার