বনদপ্তরের বাগডোগরা (Siliguri) রেঞ্জের কর্মীদের অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার হয় বিলুপ্তপ্রায় প্রাণী প্যাঙ্গোলিন এর আঁশ, গ্রেপ্তার করা হয় তনুজ দাস নামে এক ব্যক্তিকে। জানা গেছে গোপন সুত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বাগডোগরা রেঞ্জের কর্মীরা বৃহহস্পতিবার সন্ধ্যায় ফাঁসিদেওয়া মোড় আন্ডারপাসের নীচে অভিযান চালায়। সেখানে তখন ধৃত ব্যক্তি একটি ব্যাগ হাতে কারও অপেক্ষায় ছিলো। অপেক্ষারত ব্যক্তিকে আটক করে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী চালিয়ে উদ্ধার হয় বিলুপ্তপ্রায় প্রাণী প্যাঙ্গোলিন এর আঁশ। উদ্ধার হওয়া আঁশের ওজন চার কেজি ছয়শো গ্রাম। আটক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া জানান ধৃত তনুজ দাসের বাড়ি অসমের উত্তর লক্ষীমপুর জেলায়। সে নমুনা হিসাবে প্যাঙ্গোলিন এর আঁশ গুলি নিয়ে এসেছিলো অসম থেকে। উদ্দ্যেশ্য নেপাল হয়ে সেগুলি চীনে পাচার করা এবং আন্ডারপাসের নিচে আঁশগুলি পাচারকারীরা হাতে তুলে দেওয়া। বন কর্মীদের অভিযানে ভেস্তে যায় পাচারের ছক। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা দায়ের করে পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান রেঞ্জার।
Siliguri: পাচারের আগেই উদ্ধার বিলুপ্তির প্রাণী প্যাঙ্গোলিনের আঁশ, গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি