বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

siliguri: পুলিশের অভিযানে বানচাল ডাকাতির ছক,গ্রেপ্তার তিন

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: পুলিশের অভিযানে বানচাল ডাকাতির ছক,গ্রেপ্তার তিনপুলিশের অভিযানে (siliguri) বানচাল ডাকাতির ছক গ্রেপ্তার তিন দুষ্কৃতি। জানা গেছে মঙ্গলবার রাতে শিলিগুড়ির বাবুপাড়ায় বেশ কয়েকজন দুষ্কৃতি জড়ো হয় এলাকায় ডাকাতির উদ্দ্যেশ্যে। দুষ্কৃতিদের জড়ো হওয়ার বিষয়ে গোপন সূত্রে খবর পেয়ে যায় শিলিগুড়ি থানার পুলিশ। খবর পেয়েই অভিযান চালিয়ে তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করতে পারলেও বাকীরা পালিয়ে যায়। ধৃতদের নাম প্রদীপ সরকার, বিভাস দত্ত ও রাহুল দাস। পুলিশ জনায় এরা এলাকায় ডাকাতির উদ্দ্যেশ্যে জড়ো হয়েছিলো। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।