Breaking News

Elephant attack: হাতির হানায় মৃত্যু পুলিশ কর্মীর, শোকের ছায়া এলাকায়

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Elephant attack: হাতির হানায় মৃত্যু পুলিশ কর্মীর, শোকের ছায়া এলাকায়রবিবার ভোরে বুনো (Elephant attack) হাতির হানায় মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলায় কালচিনি ব্লকের দক্ষিন লতাবাড়ি গ্রামে। জানা গেছে মৃত পুলিশ কর্মীর নাম সিন্টু টিগগা, সে শিলিগুড়িতে দার্জিলিং জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলো। সম্প্রতি ছুটি নিয়ে সে বাড়ি আসে। শনিবার রাতে একটি দলছুট বুনো হাতি সিন্টুদের গ্রামে হানা দেয়। হাতির হানা টের পেয়ে সিন্টু, তার দুই ভাই ও এক ভাইপো হাতি তাড়াতে যান। তাড়া খেয়ে হাতিটি সিন্টুদের সুপারি বাগানে ঢুকে ক্ষয় ক্ষতি করতে থাকে। সিন্টুও অন্যরা তখন হাতিটিকে তাড়াতে গেলে হাতিটি তাদের দিকে তেড়ে আসে। হাতির তাড়ায় সকলে পালাতে পারলেও সিন্টু হাতির সামনে পড়ে যান। হাতিটি সিন্টুকে শুঁড়ে পেচিয়ে আছড়ে ও পায়ে পিষতে শুরু করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। বন কর্মীরা ও ঘটনাস্থলে যান। সিন্টুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।