Breaking News

MALDA: উদ্ধার গুলি সহ আগ্নেয়াস্ত্র ,গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ

MALDA: উদ্ধার গুলি সহ আগ্নেয়াস্ত্র ,গ্রেপ্তার এক মালদহ জেলা (MALDA) পুলিশের কালিয়াচক থানার পুলিশ সাব ইন্সপেক্টর আলমগীর সরকার ও তার দল শনিবার গভীর রাতে সুত্র মারফত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা এলাকার চামাগ্রাম নজিরপুর গ্রামে মিন্টু মন্ডল এর বাড়িতে অভিযান চালায়। তল্লাশীতে বাড়ি থেকে উদ্ধার হয় সাদা গামছায় জড়ানো একটি দেশী পাইপগান ও আট মিলিমিটার ক্যালিবারের দুটি তাজা গুলি। উদ্ধারকৃত সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ মিন্টু মন্ডলকে গ্রেপ্তার করে ও তার বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে। পুলিশ সূত্রে জানা গেছে সোমবার ধৃতকে আদালতে পেশ করে পুলিশী হেফাজতের আবেদন জানানো হবে। এই অস্ত্র কান্ডে আরও কেউ জড়িত আছে কিনা সেসব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।