সোমবার সকালে (Deer) একটি হরিন শাবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন নকশালবাড়ি হাতিঘিসার হুচাই মল্লিক জোতের বাসিন্দারা। তারা হরিণ শাবকটিকে আটক করে খবর দেন বন দপ্তরের বাগডোগরা রেঞ্জে। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হরিণ শাবকটিকে উদ্ধার করে নিয়ে আসেন। বাগডোগরার রেঞ্জ অফিসার সোনম ভুটিয়া জানান হরিন শাবকটির দেহে কোনো জখম নেই তবে সেটি খুব ভয় পেয়ে কিছুটা কাহিল হয়ে পড়েছে। হরিন শাবকটিকে সুস্থ করে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তাদের অনুমান কলাবাড়ি জঙ্গল থেকে কোনোভাবে হরিন শাবকটি বেরিয়ে লোকালয়ে চলে আসে।
Deer: হরিন শাবক উদ্ধার নকশালবাড়িতে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি