Breaking News

Alipurduar: ফালাকাটা কৃষক বাজার পরিদর্শনে জেলাশাসক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ফালাকাটা কৃষক বাজার পরিদর্শনে জেলাশাসকআলিপুরদুয়ার (Alipurduar)  জেলার ফালাকাটায় কৃষক বাজার পরিদর্শন করলেন জেলাশাসক আর বিমলা। বৃহস্পতিবার কৃষক বাজার পরিদর্শন করে জেলাশাসক জানান এদিন তিনি কৃষক বাজার পরিদর্শন করে বাজার সমিতির সদস্যদের সাথে বাজারের পরিকাঠামো উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। পরিকাঠামো উন্নয়ন মূলক কাজ গুলির মধ্যে রয়েছে বাজার চত্বরে এটি এম সুবিধাযুক্ত ব্যাঙ্কিং ব্যবস্থা চালু, অতিরিক্ত পানীয় জলের ব্যবস্থা করা, পেভার ব্লকের প্ল্যাটফর্ম নির্মান,আরও বেশ কিছু নতুন স্টল নির্মান, বাজারে পন্য সামগ্রী বোঝাই ট্রাক ও গবাদি পশুদের অবাধ চলাচলের জন্য প্রবেশ ও বাহির পথে থাকা বর্তমান তোরন গুলির পুনর্গঠন করা। এদিন জেলাশাসকের সাথে ছিলেন আলিপুরদুয়ার জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির আধিকারিকগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।