শিলিগুড়ি (siliguri) আদালত চত্বর থেকে শনিবার পালিয়ে গেলো এক অভিযুক্ত। জানা গেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি পুলিশ ফাঁড়ির পুলিশ শুক্রবার বিকাশ কার্কি নামে এক ব্যক্তিকে এলাকায় ঝামেলা পাকানোর অভিযোগে গ্রেপ্তার করে। শনিবার তাকে শিলিগুড়ি আদালতের লক আপে ঢোকানোর জন্য গাড়ি থেকে নামানোর সময় সে পালিয়ে যায়। খবর পেয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকগন ঘটনাস্থলে পৌঁছান। এ সি পি রবীন থাপা জানান আদালত চত্বরের সি সি টি ভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়েছে ও ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
siliguri: শিলিগুড়ি আদালত চত্বর থেকে পালিয়ে গেলো অভিযুক্ত
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি