Breaking News

Alipurduar: উদ্ধার ছশো ঘন ফুট বার্মা টিক, বাজেয়াপ্ত কন্টেনার, পলাতক চালক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: উদ্ধার ছশো ঘন ফুট বার্মা টিক, বাজেয়াপ্ত কন্টেনার, পলাতক চালকশুক্রবার (Alipurduar) সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অসম থেকে আসা একটি কন্টেনার ট্রাক থেকে বন কর্মীরা উদ্ধার করলেন ছশো ঘন ফুট বার্মা টিক। কন্টেনার টি অসম থেকে উত্তরপ্রদেশ যাচ্ছিলো। জানা গেছে এদিন বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের ভল্কা রেঞ্জের কর্মীরা খবর পেয়ে অভিযানে নামেন। কন্টেনার ট্রাকটি অসম সীমানা পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের সাথে সাথেই বন কর্মীরা কন্টেনার ট্রাকটির পিছু ধাওয়া করে একত্রিশ /সি জাতীয় সড়কের বারবিশায় কন্টেনার ট্রাকটি আটক করেন। বন কর্মীদের অভিযান বুঝতে পেরেই চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যান। বন কর্মীরা কন্টেনার ট্রাক থেকে উদ্ধার করেন ছশো ঘন ফুট বার্মা টিক যার আনুমানিক বাজার মূল্য কুড়ি লক্ষাধিক টাকা বলে জানান বন কর্মীরা। তাদের অনুমান এই মূল্যবান কাঠ গুলি অসম থেকে উত্তরপ্রদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো। কন্টেনার সহ কাঠ বাজেয়াপ্ত করে বন কর্মীরা তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।