সিকিয়াঝোড়া (Alipurduar) পর্যটন কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে । পর্যটন কেন্দ্রে এসে হতাশ হয়ে পড়েছেন পর্যটকরা এমনটাই দেখা গেল সিকিয়াঝোড়া পর্যটন কেন্দ্রে গিয়ে শুক্রবার বেলা আড়াইটা নাগাদ। বিদ্যুৎ বিল মেটানো হয়নি সরকারি ভাবে। ফলে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে গত বুধবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গেছেন । শুক্রবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং পর্যটকদের কাছ থেকে শোনা গেল হতাশার সুর। যদিও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানিয়েছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ঘটনাটি ব্লক প্রশাসনকে জানিয়েছেন। উল্লেখ্য আলিপুরদুয়ার দু’নম্বর ব্লক প্রশাসন এই পর্যটন কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। এই চৈত্র মাসে পর্যটকরা সিরিয়া ঝোরা পর্যটন কেন্দ্রে এসে হতাশ হয়ে পড়েছেন। পানীয় জল নেই । বাথরুম গুলো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ক্যান্টিনে বিদ্যুৎ না থাকায় ঠান্ডা জল কিংবা ঠান্ডা পানীয় পাচ্ছেন না পর্যটকরা। রীতিমতো একদিকে ক্ষোভ অন্যদিকে হতাশার সুর শোনা গেছে পর্যটকদের মুখ থেকেই। আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের সিকিয়াঝোড়া পর্যটন কেন্দ্রে প্রবেশ মূল্য জন প্রতি কুড়ি টাকা। এরপর নৌকা বিহারে লাগে জ নপ্রতি ষাট টাকা। প্রতিদিন প্রচুর পরিমাণে পর্যটক আসছেন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে। এরপরেও বিদ্যুৎ বিল মেটানো হয়নি। যদিও বিদ্যুৎ বিল মেটানো হয়নি কেন তা নিয়ে কোন প্রশাসনিক বক্তব্য পাওয়া যায়নি কোন আধিকারিকের কাছ থেকে।
Alipurduar: বিদ্যুৎ বিচ্ছিন্ন সিকিয়া ঝোড়া পর্যটন কেন্দ্র ,হতাশ পর্যটকরা
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার