ফালাকাটা পুলিশের হাতে (Alipurduar) গ্রেফতার গাঁজা সহ তিনজন এবং ব্রাউন সুগার সহ একজন কে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলার পর আদালত থেকে ফালাকাটা থানার পুলিশ সাত দিনের জন্য পুলিশ হেফাজতে নেন । এমনটাই জানা গেছে ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্যের কাছ থেকে শনিবার বিকেল পাঁচটা নাগাদ। ৩৭ কেজি গাঁজা সহ তিন জনকে গ্রেপ্তার করেছিল ফালাকাটা পুলিশ শুক্রবারে। তাদের বাড়ি বর্ধমানের কালনায়। অপরদিকে কালিয়াচকের বাসিন্দা আব্দুল কুদ্দুস ব্রাউন সুগার সহ ধরা পড়ে পুলিশের হাতে শুক্রবার। শনিবার চারজনকেই আলিপুরদুয়ার আদালতে তোলা হয়। আদালত থেকে সাত দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য জানিয়েছেন গাঁজা পাচারকারী এবং ব্রাউন সুগারের ব্যবসায়ী দের পুলিশ হেফাজতে আনা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযুক্তদের সঙ্গে অন্য কেহ জড়িত আছে কিনা জিজ্ঞাসাবাদ এর পরেই জানা যাবে।
Alipurduar: গাঁজা এবং ব্রাউন সুগার পাচারকারী কে পুলিশ হেফাজতে নিল ফালাকাটা পুলিশ
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার