Breaking News

Alipurduar: গার্হ্যস্থ হিংসা ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি থেকে সুরক্ষা বিষয়ক কর্মশালা

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: গার্হ্যস্থ হিংসা ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি থেকে সুরক্ষা বিষয়ক কর্মশালাআলিপুরদুয়ার জেলা নারী, (Alipurduar) শিশু উন্নয়ন ও সমাজ কল্যান বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার জেলা প্রশাসনের সদর দপ্তর ডুয়ার্স কন্যার কনফারেন্স হলে আয়োজিত হয় গার্হস্থ্য হিংসা ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি থেকে মহিলাদের সুরক্ষিত রাখা বিষয়ক এক কর্মশালা। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা সহ জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকগন ও কর্মরতা এবং গৃহীনী মহিলাগন। জেলাশাসক আর বিমলা জানান এদিনের কর্মশালার মূল বিষয় ছিলো নারীর ক্ষমতায়ন, ন্যায় নিশ্চিতকরন। এই লক্ষ্যপূরনের জন্য উপস্থিত সকল মহিলাদের নিজের কথা বলা, নিরাপদ থাকা ও সময়ের সাথে এগিয়ে চলার বার্তা এই কর্মশালা থেকে দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।