বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

siliguri: সরাসরি শঙ্কর কর্মসূচিতে সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ির বিধায়ক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: সরাসরি শঙ্কর কর্মসূচিতে সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ির বিধায়কশিলিগুড়ির (siliguri) বিধায়ক শঙ্কর ঘোষ শুরু করেছেন সরাসরি শঙ্কর কর্মসূচি। সোমবার বিধায়ক এই কর্মসূচি অনুসারে তার বিধানসভা কেন্দ্রে শিলিগুড়ি পৌর নিগমের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে যান ও সেখানকার বাসিন্দাদের সাথে এলাকার সমস্যাবলী নিয়ে কথা বলেন। বাসিন্দারা বিধায়ককে হাতের কাছে পেয়ে তাদের ওয়ার্ডের বেহাল রাস্তা ও জল নিকাশী সমস্যার কথা তুলে ধরেন। বিধায়ক তাদের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহন করবেন বলে আশ্বাস দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।