শিলিগুড়ির (siliguri) বিধায়ক শঙ্কর ঘোষ শুরু করেছেন সরাসরি শঙ্কর কর্মসূচি। সোমবার বিধায়ক এই কর্মসূচি অনুসারে তার বিধানসভা কেন্দ্রে শিলিগুড়ি পৌর নিগমের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে যান ও সেখানকার বাসিন্দাদের সাথে এলাকার সমস্যাবলী নিয়ে কথা বলেন। বাসিন্দারা বিধায়ককে হাতের কাছে পেয়ে তাদের ওয়ার্ডের বেহাল রাস্তা ও জল নিকাশী সমস্যার কথা তুলে ধরেন। বিধায়ক তাদের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহন করবেন বলে আশ্বাস দেন।
siliguri: সরাসরি শঙ্কর কর্মসূচিতে সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ির বিধায়ক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি