Breaking News

CoochBehar: অবশেষে ভারতে ফিরলেন বাংলাদেশী দুষ্কৃতিদের দ্বারা অপহৃত কৃষক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: অবশেষে ভারতে ফিরলেন বাংলাদেশী দুষ্কৃতিদের দ্বারা অপহৃত কৃষক অবশেষে (CoochBehar) ভারতে নিজের বাড়িতে ফিরলেন শীতলকুচির কৃষক উকিল বর্মন। উল্লেখ্য এপ্রিল মাসের ষোলো তারিখ উকিল বর্মন কাটা তাঁরের বেড়ার ওপারে তার নিজের জমিতে কৃষিকাজ করছিলেন। সে সময় কয়েকজন বাংলাদেশী দুষ্কৃতি তাকে জোর করে অপহরণ করে নিয়ে যায় ও বাংলাদেশ বর্ডার গার্ড বা বি জি বির হাতে তুলে দেয়। ঘটনাটি সাথে সাথে জানানো হয় ভারতীয় সীমা সুরক্ষা বলের বা বি এস এফ জওয়ানদের। বিএস এফ উকিল বর্মন কে ফিরিয়ে আনার লক্ষ্যে বিজিবি র সাথে ফ্ল্যাগ মিটিং করে। কয়েকদফা ফ্ল্যাগ মিটিং এর পরও উকিল বর্মনকে ফেরানোর বিষয়টি ব্যর্থ হয়। পাকিস্তান সরকার বি এস এফ জওয়ান পূর্নম৷ সাঊকে ফেরত দিলে বাংলাদেশ সরকার উকিল বর্মনকে ফেরানোর উদ্যোগ নেয়। বুধবার বিজিবি উকিল বর্মনকে বি এস এফ এর হাতে তুলে দেয়। বিএস এফ শীতলকুচি স্বাস্থ্য কেন্দ্রে উকিল বর্মনের স্বাস্থ্য পরীক্ষা করে রাজ্য পুলিশের হাতে তুলে দেয়৷ রাজ্য পুলিশ বুধবার উকিল বর্মনকে তার বাড়ি পৌঁছে দিলে এলাকা জুড়ে খুশীর হাওয়া বইতে শুরু করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।