বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

ALIPURDUAR: কলকাতার সল্টলেকে আলিপুরদুয়ার ভবন নির্মানের জন্য তৎপর বিধায়ক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

ALIPURDUAR: কলকাতার সল্টলেকে আলিপুরদুয়ার ভবন নির্মানের জন্য তৎপর বিধায়ক কলকাতার (ALIPURDUAR) সল্টলেকএ আলিপুরদুয়ার ভবন নির্মানের জন্য দুহাজার সতেরো সালে আলিপুরদুয়ার জেলা পরিষদকে জমি দেয় রাজ্য সরকার। সম্প্রতি সেই জমিটি পরিদর্শন করলেন আলিপুরদুয়ার এর বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি ঝোপ জঙ্গলে ঢাকা জমিটি পরিদর্শন করে জানান জমিটিতে সীমানা প্রাচীর দেওয়া আছে ও গেট লাগানো আছে। জমি দেখার পর বিধায়ক সোমবার বিধানসভার চলতি অধিবেশনে জমিতে ভবন নির্মানের জন্য অর্থ বরাদ্দের লিখিত আবেদন জানান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে। পঞ্চায়েত মন্ত্রক থেকে জস্নানো হয় দুহাজার সতেরো সালের পর এই প্রথম বিষয়টি নিয়ে লিখিত আবেদন করা হলো। বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান তিনি ভবনের প্রস্তাবিত নকশাটিও হাতে পেয়েছেন। দ্রুত যাতে আলিপুরদুয়ার ভবন নির্মানের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয় সে বিষয়ে তিনি জেলা পরিষদ, পঞ্চায়েত দপ্তর সহ যেখানে কথা বলার প্রয়োজন সেখানে কথা বলবেন। তিনি আরও বলেন আলিপুরদুয়ার থেকে চিকিৎসা সহ বিভিন্ন প্রয়োজনে আলিপুরদুয়ারবাসী কলকাতায় যান। সেখানে গিয়ে তাদের প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় মাথা গোঁজার ঠাঁই। আলিপুরদুয়ার বভবন নির্মান হলে সে সমস্যা দূর হবে। ভবন নির্মানের জন্য প্রয়োজনীয় অর্থ সংশ্লিষ্ট দপ্তর থেকে বরাদ্দ করে কাজ শুরুর বিষয়ে তিনি আশাবাদী বলেও জানান। বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আলিপুরদুয়ারবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।