বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Alipurduar: ট্রেড ইউনিয়নের ডাকা বনধে মিশ্র সাড়া আলিপুরদুয়ারে

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ট্রেড ইউনিয়নের ডাকা বনধে মিশ্র সাড়া আলিপুরদুয়ারেকেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন (Alipurduar) সহ ফেডারেশনের ডাকা চব্বিশ ঘন্টার ভারত বনধ কে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়েছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে। ‌ প্রায় ২৫ জন বন্ধ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। ‌ আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি এলাকায় বন্ধকে সফল করতে পথে নেমেছিল সিপিআইএম নেতৃত্বরা।‌ অন্যদিকে সিপিআইএমের বিরোধিতা করি কামাখ্যাগুড়ি চৌপথি এলাকায় পথে নেমেছে তৃণমূল। প্রচন্ড উত্তেজনা তৈরি হয়েছিল তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ‌ দুদলের নেতাদের সরিয়ে দেন পুলিশ। কাল চিনিতে সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে বচসা শুরু হয়েছিল। সামান্য উত্তেজনা তৈরি হয়েছিল দুপক্ষের মধ্যে। ‌ আলিপুরদুয়ার জেলা শহরে সরকারি গাড়ি চলার চেষ্টা করলেও বন্ধ সমর্থকরা আটকে দেয়। ‌ যদিও ১০ জন বন্ধ সমর্থক কে গ্রেফতার করেছে আলিপুরদুয়ার থেকে। তবে বেসরকারি বাস দেখা যায়নি শহরে। ৩১ নম্বর জাতীয় সড়কে দূরপাল্লার গাড়ির সংখ্যা ছিল খুবই কম। ‌ আলিপুরদুয়ার শামুকতলা রাজ্য সড়কে গুটিকয়েক অটো রিক্সা চলেছে তবে যাত্রী ছিল খুবই কম। ‌ আলিপুরদুয়ার দুই ব্লকের রাজধানী বলে পরিচিত যশোডাঙ্গা বাজারে বন্ধের ছোঁয়া লাগেনি। ‌ তবে ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন শামুকতলা রোড এলাকায় পুরোপুরি বন্ধ ছিল দোকানপাট। বনধ কে কেন্দ্র করে পুলিশের তৎপরতা ছিল তুঙ্গে। ফালাকাটায় ১৫ জন বনধ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। চা বাগান গুলোতে মিশ্র সাড়া মিলেছে। যে সমস্ত চা বাগান গুলোতে সিটুর আধিপত্য আছে সেই চা বাগান গুলোতে কাজ হয়নি। ‌ তবে অনেক চা বাগানে যথারীতি কাজ হয়েছে। শামুকতলা থানার পুলিশ কোন বনধ সমর্থককে গ্রেফতার করতে পারেনি। বনধ সফল হয়েছে বলছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের নেতৃত্বরা। ‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।