বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Alipurduar: আলিপুরদুয়ার পিকে মুখার্জি কলেজে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: আলিপুরদুয়ার পিকে মুখার্জি কলেজে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আলিপুরদুয়ার পি কে মুখার্জি কলেজের (Alipurduar) প্রিন্সিপালের দিকে আঙ্গুল তুলে অবস্থান বিক্ষোভ করলেন কলেজের ছাত্র-ছাত্রীরা। ‌ কলেজের একটি রুমে দেওয়ালে অশ্লীল ভাষা লেখা রয়েছে তাছাড়া অশ্লীল ছবি আঁকা রয়েছে।‌ অশ্লীল ভাষা সহ ছবি মুছার দাবি তুলছেন কলেজের ছাত্রছাত্রীরা। ‌গত চার দিন যাবৎ ছাত্র-ছাত্রীরা এই দাবি তুললেও কলেজের প্রিন্সিপাল কোনরকম ব্যবস্থা করছে না। ‌ ছাত্রছাত্রীরা মাথা নত করে চলছেন কলেজ প্রাঙ্গণে। বাধ্য হয়ে অবস্থান-বিক্ষোভ করেছেন ছাত্রছাত্রীরা। ‌ অবস্থান-বিক্ষোভ চলার দু’ঘণ্টা পেরিয়ে যাওয়ায় পরেও প্রিন্সিপালের দেখা নেই তিনি ফ্যানের নীচে বসে আরাম করছেন এমনটাই অভিযোগ ছাত্রছাত্রীদের। ‌আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পিকে মুখার্জি কলেজের গেটে তালা দিয়ে কলেজের সামনের রাস্তা অবরোধ করেন ছাত্র-ছাত্রীরা। এরপরেই কলেজ চত্বরে আসেন পুলিশ। পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে অবরোধ তুলে দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।