রাজ্য বিধানসভার (Alipurduar) স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার সার্কিট হাউজে। শুক্রবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাঃ নির্মল মাজি, স্ট্যান্ডিং কমিটির সদস্য গন, আলিপুরদুয়ার এর বিধায়ক সুমন কাঞ্জিলাল, আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা, আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার পরিতোষ মন্ডল ও জেলার অন্যান্য স্বাস্থ্য আধিকারিকগন। জানা গেছে বুধবার থেকে স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা জেলার বিভিন্ন হাসপাতাল সহ আলিপুরদুয়ার জেলা হাসুয়াতাল পরিদর্শন করেন। চেয়ারম্যান ডাঃ নির্মল মাজি জানান সাড়ে তিন বছর আগে তিনি আলিপুরদুয়ার জেলা ঘুরে গেছেন। সাড়ে তিন বছর বাদে জেলার হাসপাতালগুলি পরিদর্শন করে স্বাস্থ্য পরিষেবার উন্নতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এদিনের বৈঠকে জেলার বিভিন্ন হাসপাতালগুলির পরিকাঠামো বিষয়ে আলোচনা হয়। হাসপাতালগুলির কিছু সমস্যা যেগুলি স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নজরে এসেছে সেগুলি সমাধানের জন্য আলোচনা হয় ও সারতবিক একটি রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রীকে পাঠানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Alipurduar: বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বিশেষ বৈঠক আলিপুরদুয়ারে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার