অসম সহ বিজেপি শাসিত (CoochBehar) রাজ্যগুলিতে বাংলা ভাষা ভাষী মানুষদের উপর অত্যাচারের প্রতিবাদে রবিবার কোচবিহার জেলা তৃণমুলের ডাকে অসম বাংলা সীমানার বক্সীরহাট জোড়াই মোড়ে আয়োজিত হয় ধিক্কার সভা। উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তৃণমুলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন,দলের জেলা চেয়ারম্যান গিরিন্দ্র নাথ রায়, তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, বিধায়ক পরেশ অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব। সভায় বক্তারা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা ভাষী মানুষদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয় ধিক্কার ব্যক্ত করেন। তারা বলেন এটা বাংলা ভাষা ও বাঙ্গালীদের অপমান করা হচ্ছে। অসমের বিজেপি সরকার কোচবিহার জেলায় দুজন ও আলিপুরদুয়ার জেলার একজনকে নোটিশ পাঠিয়ে প্রমান করতে বলেছে তারা বাংলাদেশী নন। এভাবেই বিজেপি এন আর সি লাগু করতে চাইছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা তো প্রকারান্তরে বলেই দিয়েছেন বাংলা ভাষায় কথা বললেই সে বাংলাদেশী। এভাবে বিজেপি শাসিত রাজ্যগুলি ভারতীয় সংবিধানকে অমান্য করছে কারন ভারতের যে কোনো ভাষাভাষি মানুষ ভারতের যে কোনো স্থানে বসবাস করতে পারে, এই অধিকার সংবিধান প্রদত্ত। তা সত্বেও বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষাভাষিদের বাংলাদেশী বলে চিহ্নিত করে তাদের বৈধ নথিপত্র কে অস্বীকার করে জোর করে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। এসবের প্রতিবাদ জানিয়ে অসমের মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে ধিক্কার জানান তৃণমূল কর্মী সমর্থকরা।
CoochBehar: কোচবিহার জেলার বক্সীরহাটে অসম বাংলা সীমানার জোড়াই মোড়ে ধিক্কার সভা তৃণমূলের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার