উত্তরবঙ্গ রাষ্ট্রীয় (CoochBehar) পরিবহন নিগমের সদর দপ্তর কোচবিহার পরিবহন ভবনে সপ্তাহের প্রথম কাজের দিন সোমবারে সময়মতো হাজির ছিলেননা বেশ কয়েজন কর্মী। জানা গেছে এদিন সকাল এগারোটার পর পরিবহন ভবনে পরিদর্শনে যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি দপ্তর পরিদর্শনে গিয়ে ত্রিশ জন কর্মী কে তাদের নির্দিষ্ট টেবিলে অনুপস্থিত দেখতে পান। পার্থপ্রতিম রায় জানান কর্মীদের সময়মতো অফিসে হাজির হতে হবে। এদিন যাদের অনুপস্থিত পাওয়া গেছে তাদের সি এল কাটা হবে। সরকারি দপ্তরে কর্মীদের নিয়মানুবর্তিতা মানতে হবে। কর্মীরা যাতে সময়মতো অফিসে আসেন সে বিষয়ে কঠোর নজরদারি চালানোর জন্য নিগমের ম্যানেজিং ডিরেক্টর কে বলা হয়েছে। সময়মতো কর্মীদের টেবিলে অনুপস্থিত দেখে ক্ষুব্ধ চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান অফিসে সময়মতো হাজির না হলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
CoochBehar: সপ্তাহের প্রথম দিনেই টেবিলে অনুপস্থিত কর্মীদের একাংশ,পরিবহন ভবন পরিদর্শন করে ক্ষুব্ধ চেয়ারম্যান
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার