কলেজ থেকে (Alipurduar) প্রেমিকাকে তুলে নিয়ে গিয়ে সুখের সংসার করার স্বপ্ন দেখেছিলেন এক যুবক। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না শামুকতলা থানা এলাকার এক যুবকের। বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ ওই যুবককে শামুকতলা থানার পুলিশ আটক করেছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের পক্ষ থেকে। এমনটাই জানিয়েছেন শামুকতলা থানার ওসি বিশ্বজিৎ দে। শামুকতলা সিধু কানু কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী কলেজ থেকেই প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার ছক কষে ছিল। বাড়ি থেকে সব রকম প্রস্তুতি নিয়েই ওই ছাত্রী কলেজে এসেছিল। ব্যাগে তার জামাকাপড় থেকে শুরু করে অন্যান্য জিনিস ছিল। এমন কি প্রেমিকের বাইকে উঠে পালিয়ে যাওয়ার পথেই ছাত্রীর পরিবারের লোকেরাই তাকে আটকে দিলেন। কলেজের সামনেই ছাত্রীসহ তার প্রেমিককে মার দিতে শুরু করলেন ছাত্রীর পরিবারের লোকেরা। মারামারির দৃশ্য দেখে কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কলেজ কর্তৃপক্ষ ছুটে আসেন রাস্তায়। এরই মধ্যে পৌঁছে যায় শামুকতলা থানার পুলিশ। যদিও যুবতীকে তার পরিবারের লোকেরা তার বাড়িতে নিয়ে যায়। পুলিশ যুবককে শামুকতলা থানায় নিয়ে এসেছে। প্রেমিকাকে নিয়ে সংসার গড়ার স্বপ্ন সফল হলো না। শেষ পর্যন্ত তার ঠিকানা হলো শামুকতলা থানা শ্রীঘরে।
Alipurduar: প্রেমিকাকে নিয়ে পালাতে গিয়ে ঠিকানা হলো শ্রীঘর
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper