আলিপুরদুয়ার (Alipurduar) জেলার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে বুধবার রাতে হামলা চালায় তিনটি বুনো হাতি। জানা গেছে দলগাঁও জঙ্গল থেকে হাতি গুলো বেরিয়ে আসে ও খাবারের সন্ধানে শ্রমিক মহল্লার পৃথক দুটি বাড়িতে হানা দিয়ে দুটি ঘর ভেঙ্গে দেয়। এরপর হাতিগুলি সেখান থেকে সরে গিয়ে দুটি দোকানে খাবারের খোঁজে হানা দিয়ে দোকানের শাটার ভেঙ্গে দোকানের ক্ষতি করে। হ স্থানীয় বাসিন্দারাজানান রাত আনুমানিক দেড়টা নাগাদ হাতির পালের হানাদারি টের পেয়ে তারা চীৎকার চেঁচামেচি শুরু করলে হাতি গুলি জঙ্গলের দিকে চলে যায়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে হাতি তিনটি জঙ্গলের পথে হাঁটা দিয়েছে। ক্ষতিগ্রস্তরা বন দপ্তরের কাছে ক্ষতিপূরনের দাবি জানিয়েছেন। বন দপ্তর সূত্রে জানানো হয় নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে ক্ষতিপূরণ পাওয়া যাবে।
Alipurduar: হাতির হানায় ভাঙ্গলো দুটি দোকান ও পৃথক দুটি বাড়ির দুটি ঘর
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার