Breaking News

king cobra: চা বাগান থেকে উদ্ধার বিশালাকৃতির কিং কোবরা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

king cobra: চা বাগান থেকে উদ্ধার বিশালাকৃতির কিং কোবরা জলপাইগুড়ি জেলার যাদবপুর চা বাগান (king cobra) থেকে বৃহস্পতিবার উদ্ধার হয় একটি বিশালাকৃতির কিং কোবরা সাপ। জানা গেছে এদিন শ্রমিকরা বাগানে কাঁচা চা পাতা তোলার সময় একটি কালো কুচকুচে কিং কোবরা সাপকে চা বাগানে শুয়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় চা পাতা তোলার কাজ। খবর দেওয়া হয় স্থানীয় পরিবেশ প্রেমী সংগঠন এর সদস্যদের। খবর পেয়ে পরিবেশ প্রেমী সংগঠন এর সদস্যরা চা বাগানে যান ও এক ঘন্টার চেষ্টায় সাপটিকে ধরতে সমর্থ হন। সাপটিকে ধরে তারা গরুমারা বন্য প্রাণী বিভাগের কর্মীদের হস্তান্তর করেন। বন কর্মীরা জানান সাপটি প্রায় বারো ফুট লম্বা। সাপটিকে সুস্থ অবস্থায় গরুমারার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সাপটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হন চা শ্রমিকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।