siliguri: টেনেন্ট ইনফরমেশন পোর্টাল বিষয়ক সচেতনতা শিবির

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: টেনেন্ট ইনফরমেশন পোর্টাল বিষয়ক সচেতনতা শিবির শিলিগুড়ি পৌর নিগমের বিয়াল্লিশ (siliguri) নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোভা সুব্বার উদ্যোগে ও ভক্তিনগর থানার সহায়তায় রবিবার আয়োজিত হয় টেনেন্ট ইনফরমেশন পোর্টাল বিষয়ক এক সচেতনতা শিবির। উল্লেখ্য চলতি মাসের পনেরো তারিখ শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর ও শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব টেনেন্ট ইনফরমেশন পোর্টাল এর উদ্বোধন করেন। এই পোর্টাল কিভাবে ব্যবহার করা যাবে সে বিষয়ে সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যেই রবিবার এই শিবির আয়োজিত হয়। শিবিরে পুলিশ কর্মীরা জানান সাধারন মানুষ বিনা খরচে খুব সহজেই এই পোর্টালে ভাড়াটিয়াদের সমস্ত তথ্য আপলোড করতে পারবেন। এর ফলে শহরের সমস্ত ভাড়াটিয়াদের তথ্য এক ক্লিকেই পাওয়া যাবে। এই পোর্টাল শহরে অপরাধ নিয়ন্ত্রনে সহায়ক হবে বলে জানান কাউন্সিলর শোভা সুব্বা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।