এক কিশোরীকে অপহরণ করার (Alipurduar) ঘটনা ঘটেছে শামুকতলা থানা এলাকায়। কিশোরীর পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে বুধবার রাত আটটা নাগাদ। কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে তার বয়স ১৬ বছর ৬ মাস। মঙ্গলবার রাত আটটা নাগাদ কিশোরীর মা বাড়ীতে না থাকা কালীন তার বাড়ির সামনে থেকে কিশোরী কে তুলে নিয়ে যায় এক যুবক। বিষয়টি আঁচ করতে পারার পরেই কিশোরীর পরিবারের দুজনকে পাঠানো হয় ওই যুবকের বাড়িতে তার কন্যাকে আনার জন্য । কিন্তু যুবকের পরিবারের লোকেরা কিশোরীর পরিবারের সদস্যদের ব্যাপক ভাবে মারধর করে। এরপরেই বুধবার রাত আটটা নাগাদ পুলিশের কাছে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তের স্বার্থে অপহরণ কারীর নাম এবং কিশোরীর পরিবারের নাম ঠিকানা গোপন রেখেছেন। একটি মামলা শুরু করেছে পুলিশ।
Alipurduar: কিশোরীকে অপহরণ এবং ব্যাপক মারধর পরিবারের সদস্যদের
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার