উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যাকে (CoochBehar) জাতীয় বিপর্যয় ঘোষনা ও আরও কয়েকটি দাবিতে মঙ্গলবার কোচবিহারে মিছিল করে মহকুমা শাসককে ডেপুটেশন দিল সারা ভারত ফরোয়ার্ড ব্লকের কোচবিহার জেলা কমিটি। সংগঠনের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক দীপক সরকার জানান এদিন তারা সাম্প্রতিক বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষনা, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্রতিষি ঋণ মকুব করে অনুদান প্রদান, সমস্ত বন্যা কবলিত এলাকায় সুষ্ঠুভাবে ত্রান বিতরন, ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় বই খাতাসহ শিক্ষা উপকরন প্রদান, বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করা ও বন্যা কবলিত এলাকায় একবছর বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা প্রভৃতি দাবিতে মিছিল করেন। পাশাপাশি সদর মহকুমাশাসক ও জেলাশাসকের মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে দাবি গুলি জানানোর জন্য দাবিপত্র প্রদান করা হয়। দাবিগুলি বাস্তবায়িত না হলে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবেন বলেও জানান দীপক সরকার।
CoochBehar: উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষনা সহ বিভিন্ন দাবিতে মিছিল ফরওয়ার্ড ব্লকের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper