শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

siliguri: খাদে পড়লো গাড়ি, মৃত দুই, আহত তিন

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: খাদে পড়লো গাড়ি, মৃত দুই, আহত তিনশুক্রবার রাতে কার্শিয়াং (siliguri) এর পাঙ্খাবাড়ির তিন ঘুন্টি এলাকায় একটি চার চাকার ছোট গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে পাঁচশো ফুট নীচে খাদে পড়ে যায়। মর্মান্তিক এই দূর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুজনের ও আহত হয়েছেন তিনজন। জানা গেছে নকশালবাড়ির বাসিন্দা পাঁচ বন্ধু শুক্রবার রাতে একটি চার চাকার ছোট গাড়ি করে কার্শিয়াং যান। ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি দূর্ঘটনার কবলে পড়ে। মৃতদের নাম রাজেশ পাশোয়ান ও সুমিত সিংহ। আহতরা হলেন রাজ দাস, তারক বিশ্বাস ও করন ঠাকুর। খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহত ও নিহতদের উদ্ধার করে । আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে সেখানেই তাদের চিকিৎসা চলছে। মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নকশালবাড়ি এলাকায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।