বিজেপির আলিপুরদুয়ার(BJP) জেলা কমিটির উদ্যোগে রবিবার আলিপুরদুয়ার পৌরসভা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো জেলা বিজয়া সম্মিলনী। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি মিঠু দাস, আলিপুরদুয়ার এর সাংসদ মনোজ টিগগা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন,কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওঁরাও, কালচিনির বিধায়ক বিশাল লামা, বিজেপির জেলা নেতৃত্ব সহ দলীয় কার্যকর্তাগন ও কর্মী সমর্থকরা। এদিন দলীয় পতাকা উত্তোলন করে সম্মীলনীর আনুষ্ঠানিক সূচনা করেন দলের জেলা সভাপতি মিঠু দাস। পরিবেশিত হয় লোক নৃত্য,সঙ্গীত,আবৃত্তি। উপস্থিত সকলে নিজেদের মধ্যে বিজয়া ও দীপাবলীর শুভেচ্ছা বিনিময় করেন। জেলা সভাপতি মিঠু দাস জানান বিজয়া সম্মিলনীর মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে পারস্পরিক সম্পর্কের মেলবন্ধন আরও দৃঢ়তা পেয়েছে।
BJP: বিজেপির বিজয়া সম্মিলনী আলিপুরদুয়ারে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper