শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

hollong setu : হলং সেতু পরিদর্শন প্রশাসনিক কর্তাদের

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

hollong setu : হলং সেতু পরিদর্শন প্রশাসনিক কর্তাদের ভুটান ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির (hollong setu) ফলে মাদারিহাটে হলং নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মাদারিহাটে হলং নদীতে বিকল্প কাঠের সেতুটি পরিদর্শন করল অতিরিক্ত পুলিশ সুপার।কাঠের সেতুটি যাতে ঠিক থাকে সেজন্য কাঠের সেতুর নীচে আটকে থাকা পুজোর কলা গাছ সহ অন্যন্য জিনিস সরানোর উদ্যোগ নিয়েছে মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার। টানা চার ঘন্টা জলে দাঁড়িয়ে থেকে ওসি অসীম মজুমদার ছট পুজোর কলাগাছ সহ বিভিন্ন উপকরণ সরানোর উদ্যোগ নেন। প্রসঙ্গত গত পাঁচই অক্টোবরের ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছিল হলং নদীর কাঠের সেতু। তারপর বিকল্প হিসাবে আরেকটি কাঠের সেতু তৈরি করা হয়েছিল। কিন্তু উত্তরবঙ্গে আবারো বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয়ের ফলে হলং নদীর কাঠের সেতুটি চিন্তা বাড়িয়েছে বনদপ্তরের। সেতুটির উপর নজর রাখছে পুলিশ এবং বনদপ্তরের আধিকারিকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।