শনিবার রাতে কুড়ি পঁচিশটি বুনো হাতি (elephant) হানা দিয়ে কয়েক বিঘা জমির সুপারি বাগান সহ সজনে বাগান তছনছ করে দেয় আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের ছিপড়া গ্রামে। বাসিন্দারা জানান বুনো হাতির পালের হানা এই এলাকায় নিত্যনৈমিত্তিক ঘটনা। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তে না পড়তেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়া জঙ্গল থেকে বেরিয়ে আসে বুনো হাতির পাল। জমির ফসল নষ্টের পাশাপাশি বাড়িঘরেও হামলা চালায়। সম্প্রতি জেলার মাদারীহাটে চার জনের মৃত্যু হয়েছে হাতির হানায়। এই এলাকাতেও এরকম ঘটনা যে কোনো দিন ঘটতে পারে। তারা আরও জানান হাতির হানায় তাদের জীবন অতিষ্ঠ। কোনো ফসল তারা ঘরে তুলতে পারেননা তাই তারা চিন্তা করেছে বিকল্প চাষের।বিকল্প চাষ হিসাবে তারা সুপারি ও সজনে চাষ করার লক্ষ্যে সেগুলির চারা জমিতে রোপন করছেন। কিন্তু সেই চাষ ও রক্ষা করতে পারছেননা বলে জানান সুবল সরকার,নিখিল মল্লিক তরুন মোদক সহ আরও অনেকে। শনিবার রাতে এদের সুপারি বাগান সহ সজনে বাগান তছনছ করেছে হাতির পাল। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে এলাকাবাসী জানান বন দপ্তরকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছেনা। বন দপ্তর সৌর বিদ্যুৎ চালিত ফেন্সিং লাগানোর কথা বলে কিন্তু প্রয়োজনমাফিক তা লাগানোর ব্যবস্থা করেনা। আবার যেসব জায়গায় এই ফেন্সিং লাগানো আছে সেখানেও বুনো হাতিরা গাছের শুকনো ডাল ফেলে ফেন্সিং এর তার ছিড়ে ফেলে। প্রয়োজন বন কর্মীদের কড়া নজরদারি । বাস্তবে সেই নজরদারি চালাননা তারা। হাতির হানার খবর দিলে বেশীরভাগ সময় ফোন ধরেননা, আর ফোন ধরলেও জানান তারা আসছেন হাতি তাড়াতে কিন্তু সময়মতো আসেন্না। একারনে এলাকাবাসী ফের উদ্যোগ নিচ্ছেন বন দপ্তরে ডেপুটেশন দিতে ।
elephant: বুনো হাতির হানায় নষ্ট কয়েক বিঘা জমির সুপারি বাগান, বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper