শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Alipurduar: বন্যপ্রাণী নিরাপত্তা আইন ১৯৭২ বিষয়ে কর্মশালা

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: বন্যপ্রাণী নিরাপত্তা আইন ১৯৭২ বিষয়ে কর্মশালা বন দপ্তরের নীলপাড়া রেঞ্জের (Alipurduar) কনফারেন্স হলে মঙ্গলবার আয়োজিত হয় বন্যপ্রানী নিরাপত্তা আইন ১৯৭২ বিষয়ে একদিবসীয় এক কর্মশালা। বন দপ্তরের জলদাপাড়া বিভাগ ও ভারতীয় বন্যপ্রান নিরাপত্তা সংগঠন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। বন দপ্তরের বন রক্ষি, বিট অফিসার, রেঞ্জার গন এই কর্মশালায় অংশগ্রহণ করেন। বন্যপ্রান আইন ও নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞ চল্লিশ জন এই কর্মশালায় বক্তব্য রাখেন। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে বন কর্মীদের বন্য প্রাণী নিরাপত্তা আইন ১৯৭২ এবং বন বিষয়ক অপরাধ বিষয়ে আরও সচেতন করা ও এবিষয় গুলি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।