শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Alipurduar: অবৈধ চোলাই মদের ঠেকে অভিযান চালিয়ে মদ তৈরির প্রচুর উপকরন নষ্ট করলো আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেলের কর্মীরা

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: অবৈধ চোলাই মদের ঠেকে অভিযান চালিয়ে মদ তৈরির প্রচুর উপকরন নষ্ট করলো আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেলের কর্মীরাআবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেলের (Alipurduar) কর্মীরা শুক্রবার কুমারগ্রাম ব্লকের হেমাগুড়ি,অমরপুর,মিশনলাইন,কুলকুলি ও মধ্য হলদিবাড়ি এলাকায় অবৈধ চোলাই মদ তৈরির ঠেকে অভিযান চালিয়ে প্রচুর পরিমান মদ তৈরির উপকরন নষ্ট করার পাশাপাশি বেশ কিছু উপকরন বাজেয়াপ্ত করে। জানা গেছে এদিনের অভিযানে দুশো দশ লিটার অবৈধ চোলাই মদ সহ আটশো আশি লিটার চোলাই মদ তৈরির গ্যাঁজানো উপকরণ, চার হাজার ছশো কুড়ি লিটার পচাই, পয়ত্রিশ কেজি বাখর উদ্ধারের পর নষ্ট করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু এলুমিনিয়ামের হাড়ি ও মদ তৈরির কাজে ব্যবহৃত ষোলোটি পাতন যন্ত্র, কর ফাঁকি দিয়ে ভারতে নিয়ে আসা নয় লিটার ভুটানি মদ সহ সত্তর লিটার ভুটানি বিয়ার। কাউকে গ্রেপ্তার করা যায়নি। কুমারগ্রাম আবগারি সার্কেলের ভারপ্রাপ্ত ও সি জানান অবৈধ চোলাই মদ তৈরি ও এর কারবারীদের বিরুদ্ধে এধরনের অভিযান চলবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।