শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Alipurduar: পিলখানা থাকলেও হাতি নেই পিলখানায়

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: পিলখানা থাকলেও হাতি নেই পিলখানায় দুটি পিলখানা পাশাপাশি (Alipurduar) থাকলেও পিলখানায় কুনকি হাতি নেই প্রায় একবছর ধরে । এমনটাই জানা গেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়া বিটের বিট অফিসার এর কাছ থেকে শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ। ছিপড়া বিটের বিট অফিসের পাশে পর পর দুটি পিলখানা তৈরি করা হয়েছিল কুনকি হাতি চন্দনকে রাখার জন্য। কিন্তু প্রায় এক বছর আগে কুনকি হাতি চন্দনকে জলদাপাড়ায় পাঠানো হয়েছিল বিভিন্ন প্রশিক্ষণের জন্য। ‌ প্রায় এক বছর ধরে কুনকি হাতি চন্দন না থাকায় পিলখানা ফাঁকা পড়ে রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।