জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের ধুপগুড়ি থানার অন্তর্গত ডাউকিমারী ফাঁড়ির পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার ফাঁড়ির অন্তর্গত বামনটারি লক্ষীবাগান এলাকার একটি বাড়িতে চোলাই মদ তৈরির ঠেকে অভিযান চালায়। অভিযান চালিয়ে দুশো লিটারের বেশী চোলাই মদ তৈরির উপকরন সহ চোলাই মদ তৈরিতে ব্যবহৃত বেশ কিছু বাসনপত্র নষ্ট করে দেয়। সেই সাথে পুলিশ জানায় এলাকায় এধরণের অবৈধ কাজ দেখলেই পুলিশে খবর দিতে, খবরদাতার নাম গোপন থাকবে। পুলিশ সূত্রে জানা গেছে এলাকাকে মাদক মুক্ত রাখতে অভিযান চলছে।
Jalpaiguri: অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযানে পুলিশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper