শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

elephant: জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে এলো হাতি, আতঙ্ক এলাকায়

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

elephant: জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে এলো হাতি, আতঙ্ক এলাকায় জলপাইগুড়ি (elephant) জেলার মালবাজার ব্লকের ওদলাবাড়ির চেল নদীর তীরবর্তী এলাকায় বৃহস্পতিবার সকালে জঙ্গল থেকে দুটি হাতি বেরিয়ে এসে ঘোরাফেরা করতে থাকে। হাতি দুটির ঘোরাফেরায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তারা খবর দেন বন দপ্তরের কর্মীদের। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান ও বেশ কিছুক্ষনের চেষ্টায় হাতি দুটিকে জঙ্গলে ফেরত পাঠাতে সমর্থ হন। তারা জানান হাতি দুটি সম্ভবত ভুট্টাবাড়ির জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলো। হাতি দুটিকে বন কর্মীরা জঙ্গলে ফেরত পাঠানোতে আআতঙ্কমুক্ত হন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।