শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

CoochBehar: পুলিশের উদ্যোগে বয়স্ক নাগরিকদের নিয়ে সাইবার সচেতনতা কর্মসূচি

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: পুলিশের উদ্যোগে বয়স্ক নাগরিকদের নিয়ে সাইবার সচেতনতা কর্মসূচি কোচবিহার জেলা (CoochBehar) পুলিশের উদ্যোগে শুক্রবার জেলা পুলিশ লাইনের কনফারেন্স হলে আয়োজিত হয় বয়স্ক নাগরিকদের নিয়ে সাইবার সচেতনতা কর্মসূচি। এদিন শতাধিক বয়স্ক নাগরিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ডিজিটাল এ্যারেস্ট,ভূয়ো বিনিয়োগ সংস্থা এবং প্রতারনামূলক বীমার মাধ্যমে বর্তমান সময়ে ঘটে চলা বিভিন্ন ধরনের সাইবার সচেতনতা সম্পর্কে উপস্থিত বয়স্ক নাগরিকদের অবগত ও সচেতন করা হয়। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ জোনের আই জি পি রাজেশ কুমার যাদব, কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা, তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কান্নেধরা মনোজ কুমার সহ অন্যান্য পুলিশ আধিকারিকগন ও পুলিশ কর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।