শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

peacock: উদ্ধার জখম ময়ূর

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

peacock: উদ্ধার জখম ময়ূর আলিপুরদুয়ার জেলার (peacock) কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগান থেকে মঙ্গলবার সকালে একটি অসুস্থ ময়ূর উদ্ধার হয়। জানা গেছে এদিন সকালে চা বাগানে কাজে যাবার সময় শ্রমিকদের নজরে আসে একটি ময়ূর অসুস্থ অবস্থায় চা বাগানে পড়ে আছে।ময়ূরটিকে দেখতে পেয়ে শ্রমিকরা খবর দেন চা বাগানের ম্যানেজারকে। বাগান ম্যানেজার বন দপ্তরের স্থানীয় অফিসে খবর দেন। খবর পেয়ে একজন বন কর্মী ঘটনাস্থলে পৌঁছে ময়ূরটিকে উদ্ধার করে নিয়ে যান। তিনি জানান অসুস্থ ময়ূরটিকে পানবাড়ি রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হবে। সেখানে চিকিৎসা করে সুস্থ হলে ময়ূরটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।