এস আই আর (SIR)এর কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে বুধবার ভোরে আত্মঘাতী হন এক আই সি ডি এস কর্মী তথা বি এল ও শান্তিমনি এক্কা (৪৮)। বুধবার ভোরে তার বাড়ির পেছন থেকে উদ্ধার হয় শান্তিমনির ঝুলন্ত দেহ। পরিবারের সদস্যদের অভিযোগ শান্তিমনি এস আই আর এর কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলো। কাজ থেকে বাড়ি ফিরে প্রতিদিন সে কান্নাকাটি করতো আর বলতো কাজের চাপ সে নিতে পারছেনা। মানসিক দিক থেকে ভেঙ্গে পড়ে সে বুধবার ভোরে চরম সিদ্ধান্ত নেয়। খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। শান্তিমনির মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
SIR: এস আই আর এর কাজের চাপে আত্মঘাতী বিএলও
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper