শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Howrah: হাওড়ায় বিস্ফোরণে জখম নাবালক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া

Howrah: হাওড়ায় বিস্ফোরণে জখম নাবালকখেলার সময় (Howrah) বিস্ফোরণে জখম এক যুব । ঘটনাটি ঘটেছে ব্যাঁটরা থানার অন্তর্গত ভোলানাথ কবিরাজ লেনে। জানা গেছে , মঙ্গলবার দুপুর ৩ টে‌ নাগাদ এলাকার কচিকাঁচারা ব্যাডমিন্টন খেলছিল । হঠাৎ সেখানে ঘটে যায় বিস্ফোরণ। গুরুতর জখম হয় রৌশন সিং , বয়স ৯ বছর । তার ডান হাত এবং চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনায়। এরপর‌ই স্থানীয়রা রৌশন কে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন রৌশন। এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনায় তদন্তে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।