খেলার সময় (Howrah) বিস্ফোরণে জখম এক যুব । ঘটনাটি ঘটেছে ব্যাঁটরা থানার অন্তর্গত ভোলানাথ কবিরাজ লেনে। জানা গেছে , মঙ্গলবার দুপুর ৩ টে নাগাদ এলাকার কচিকাঁচারা ব্যাডমিন্টন খেলছিল । হঠাৎ সেখানে ঘটে যায় বিস্ফোরণ। গুরুতর জখম হয় রৌশন সিং , বয়স ৯ বছর । তার ডান হাত এবং চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনায়। এরপরই স্থানীয়রা রৌশন কে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন রৌশন। এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনায় তদন্তে পুলিশ।
Howrah: হাওড়ায় বিস্ফোরণে জখম নাবালক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper