শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

siliguri: অনুমোদন হীন অবৈধ নির্মান ভেঙ্গে দিলো পুর নিগম

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: অনুমোদন হীন অবৈধ নির্মান ভেঙ্গে দিলো পুর নিগম শিলিগুড়ি (siliguri) পুর নিগম এলাকার বর্ধমান রোডে একটি বানিজ্যিক কমপ্লেক্সের সাততলায় অনুমোদনহীন অবৈধ নির্মান ভেঙ্গে গুড়িয়ে দিলো পুর নিগমের কর্মীরা। জানা গেছে বানিজ্যিক কমপ্লেক্সের সাত তলায় অনুমোদনহীন অবৈধ নির্মান হচ্ছে এই অভিযোগ পেয়ে পুর নিগম কমপ্লেক্সের মালিকপক্ষকে সাতদিনের সময়সীমা বেঁধে দিয়ে পদক্ষেপ গ্রহনের জন্য অবহিত করে। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও মালিকপক্ষ কোনো পদক্ষেপ গ্রহন না করায় মঙ্গলবার পুর নিগমের কর্মীরা সাথে পুলিশ নিয়ে ঐ বানিজ্যিক কমপ্লেক্সের সাত তলার ওপর অবৈধ নির্মান ভেঙ্গে গুড়িয়ে দেন। পুর নিগম সূত্রে জানানো হয় পুর নিগম এলাকায় অনুমোদনহীন যে কোনো অবৈধ নির্মানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহনে বদ্ধপরিকর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।