শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

SIR Howrah: হাওড়ায় SIR শুনানির প্রথম পর্যায়ে প্রায় ২ লক্ষ মানুষকে তলব নির্বাচন কমিশনের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া

SIR Howrah: হাওড়ায় SIR শুনানির প্রথম পর্যায়ে প্রায় ২ লক্ষ মানুষকে তলব নির্বাচন কমিশনের আজ ২৭ ডিসেম্বর, শনিবার (SIR ) থেকে প্রথম পর্যায়ে রাজ্যে SIR এর শুনানি শুরু হল । অন্যান্য জেলার মত হাওড়া জেলায়ও প্রথম পর্যায়ে SIR এর শুনানি শুরু হল । হাওড়া জেলায় প্রথম পর্যায়ে প্রায় ২ লক্ষ মানুষকে ডাকা হবে এই শুনানি পর্বে। প্রশাসন সূত্রে জানা গেছে , জেলার গ্রামীণ এলাকার জন্য সংশ্লিষ্ট ব্লক অফিসে SIR এর শুনানি পর্ব চলবে এবং জেলার শহরাঞ্চলের জন্য প্রত্যেক বিধানসভায় ২-৩ টি করে কেন্দ্রে SIR শুনানি পর্ব চলবে। কমিশনের নির্দেশ শুনানি পর্বে শুধুমাত্র ভোটার , বিএল‌ও ,ইআর‌ও ও মাইক্রো অবজারভার সহ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা থাকবেন । কোন রকমের রাজনৈতিক দলের প্রতিনিধি ও অন্যান্য কেউ থাকবেন না । প্রত্যেক ভোটারকে আলাদা আলাদা ভাবে শুনানি রুমে তে ডাকা হবে । প্রত্যেক শুনানি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । যাতে শুনানি চলাকালীন কোন রকম অসুবিধা না হয় ।জেলায় SIR শুনানি প্রসঙ্গে হাওড়ার জেলা শাসক পি দিপাপ প্রিয়া জানিয়েছেন , প্রথম পর্যায়ে হাওড়া জেলায় ১ লাখ ৯৮ জন ভোটার কে ডাকা হয় । প্রথম দফা শুনানি ৭-১০ দিনের ভিতর সম্পন্ন হবে ।এর পর প্রয়োজন হলে আরও কিছু জন কে শুনানি তে ডাকা হতে পারে । প্রথম দিনে হাওড়া জেলায় SIR এর শুনানির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।